দিনাজপুরে মহিলা আ’লীগের দুই গ্রুপের হাতাহাতি
দিনাজপুর প্রতিনিধি : সভা ডাকাকে কেন্দ্র করে দিনাজপুরে জেলা মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভায় হাতাহাতির ঘটনা ঘটেছে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
জেলা মহিলা আওয়ামী লীগ ও শহর মহিলা আওয়ামী লীগের সভা ডাকা নিয়ে শনিবার দুপুর ১টার দিকে বাসুনিয়াপট্টির দলীয় কার্যালয়ে হাতাহাতির এ ঘটনা ঘটে। হাতাহাতির ঘটনা নিয়ে পরস্পরবিরোধী অভিযোগ করা হয়েছে।
জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাবেক এমপি সুলতানা বুলবুলের সভাপতিত্বে সকাল ১১টায় দলীয় কার্যলয়ে বর্ধিত সভার আয়োজন করা হয়।
অপরদিকে শহর মহিলা আওয়ামী লীগের আহ্বায়িকা খ্রীষ্টিনা লাভলী দাসের সভাপতিত্বে বিজয় দিবস উদযাপন নিয়ে দুপুর ১২টায় সভা আহ্বান করা হয়।
দিনাজপুর জেলা মহিলা আওয়ামী লীগের কাউন্সিলকে সামনে রেখে বর্ধিত সভা চলাকালে দুপুর ১টার দিকে হাকিমপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী ফেন্সি জেলা মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভাস্থলের পাশে বসে থাকা শহর মহিলা আওয়ামী লীগের আহ্বায়িকা খ্রীষ্টিনা লাভলী দাসসহ নেত্রীদের বলেন, ‘আপনারা এখানে কেন, এখানে মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভা হচ্ছে। আপনারা যুব মহিলা লীগ বাইরে চলে যান।’
এ সময় শহর মহিলা আওয়ামী লীগের নেত্রীরা জানান, আমরা যুব মহিলা লীগ না, আমরা শহর মহিলা আওয়ামী লীগ। এ সময় জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সুলতানা বুলবুল, সাধারণ সম্পাদিকা তারিকুন বেগম লাবুনসহ অন্যদের সঙ্গে শহর মহিলা আওয়ামী লীগ নেতাকর্মীদের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়।
অবস্থা বেগতিক দেখে মহিলা আওয়ামী লীগের সভাপতি সুলতানা বুলবুল কোতয়ালী থানায় জানালে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য একদল পুলিশ এসে কার্যালয়ে প্রবেশ করে।
জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সুলতানা বুলবুল অভিযোগ করে বলেন, ‘জেলা মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভা চলছিল। এ সময় দীর্ঘদিন ধরে জেলা আওয়ামী লীগের সভায় অনুপস্থিতির কারণে সদস্য পদ বাতিল হয়ে যাওয়া শিরিন ইসলাম সভায় এসে যোগ দেন। এ সময় তার নেতৃত্বে একদল মহিলা কোনো কারণ ছাড়াই হাতাহাতির ঘটনা শুরু করে। যারা আমাদের জেলা মহিলা আওয়ামী লীগের কেউ নয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাকে পুলিশ ডাকতে হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।’
এদিকে জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শিরিন ইসলাম অভিযোগ করেন, বর্ধিত সভায় শুধু উপজেলা পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকে ডাকা হয়। এ সভায় শহর আওয়ামী লীগের কাউকে জানানো হয়নি। এমনকি আমি নিজে জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, আমাকেও জানানো হয়নি। জেলা কমিটির অনেক নেতাকে বর্ধিত সভার কথা না জানানোর কারণে জেলার বর্ধিত সভা নিয়ে নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
দিনাজপুর শহর মহিলা আওয়ামী লীগের আহ্বায়িকা খ্রীষ্টিনা লাভলী দাস জানান, দিনাজপুর শহর মহিলা আওয়ামী লীগ আসন্ন ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষে দুপুর ১২টায় দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা ডাকা হয়। এ কারণে দিনাজপুর শহরের ১২টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শহর মহিলা আওয়ামী লীগের নেতারা দলীয় কার্যালয়ে এসেছেন।
জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সুলতানা বুলবুল দুই গ্রুপের হাতাহাতির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমি এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেছি।’
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম খালেকুজ্জামান পিপিএম জানান, ভিতরে কি হয়েছে আমরা জানি না। তবে এসপি সাহেবকে তারা ফোন করেছিলেন। আমরা আগে থেকেই সেখানে ছিলাম।