মানিকছড়িতে ব্রাশফায়ারে প্রধান শিক্ষক নিহত

Khagrachari_thereport24.comখাগড়াছড়ি প্রতিনিধি : জেলার মানিকছড়িতে দুর্বৃত্তদের ব্রাশফায়ারে প্রধান শিক্ষক চিংচামং চৌধুরী (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় জেএসএসের উপজেলা সভাপতি মংসাজাই মারমা ওরফে জাপান বাবু আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, রাত পৌনে ৮টার দিকে মানিকছড়ি কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক চিংচামং চৌধুরী (৪৫) ও জেএসএস (সন্তু) গ্রুপের উপজেলা সভাপতি মংসাজাই মারমা ওরফে জাপান বাবু বাসায় বসে গল্প করছিলেন। এ সময় কয়েকজন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি ছুড়লে ঘটনাস্থলে চিংচামং চৌধুরী নিহত ও মংসাজাই মারমা ওরফে জাপান বাবু গুরুতর আহত হন। তাকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে, একই সময় মাটিরাঙ্গার ভূঁইয়াপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে জেএসএসকর্মী (সন্তু) আশুতোষ ওরফে মিলন ত্রিপুরা গুলিবিদ্ধ হয়েছেন।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরু হোসেন দ্য রিপোর্টকে জানান, আহত মিলনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে, একই সময় জেলার পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে রমজান আলী (৫৫) ও তার স্ত্রী মনোয়ারা (৪৫) আহত হয়েছেন।
মানিছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দিন খান দ্য রিপোর্টকে জানান, আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ সব ঘটনার জন্য জেএসএস (সন্তু) গ্রুপের সহ-প্রচার ও তথ্য সম্পাদক সজীব চাকমা ইউপিডিএফকে দায়ী করেন। ইউপিডিএফের কেন্দ্রীয় প্রচার সম্পাদক নিরণ চাকমা এ সব অভিযোগ অস্বীকার করেছেন।
খাগড়াছড়ি পুলিশ সুপার শেখ মো. মিজানুর রহমান এ সব ঘটনার জন্য আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর আধিপত্যের লড়াইকে দায়ী করেছেন। এ ঘটনায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ২৪টি ইউনিটতে মাঠে নামানো হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend