গোপালগঞ্জে ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত
গোপালগঞ্জ প্রতিনিধি : জেলায় ট্রাকচাপায় স্কুলছাত্রী ময়না খানম (১৪) নিহত হয়েছেন। এ সময় তিনজন আহত হয়েছেন।
ঢাকা-খুলনা মহাসড়কের ফকিরকান্দিতে রবিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ময়না খানম আড়পাড়া ইসলামিয়া উচ্চবিদ্যালয় থেকে এ বছর জেএসসি পরীক্ষা দিয়েছে। সে ফকিরকান্দি গ্রামের পশ্চিমপাড়ার মাহেদ শেখের মেয়ে।
আহতরা হলেন- একই গ্রামের নিজামুল মোল্লার স্ত্রী সালমা বেগম (৩০), ট্রাকশ্রমিক সদর উপজেলার পুখুরিয়া গ্রামের ইকবাত শেখের ছেলে দ্বীন ইসলাম শেখ (১৬) ও মানিক সরদারের ছেলে এখলাস সরদারকে (২০) গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী রয়েল পলিটেকনিক স্কুলের নবম শ্রেনীর ছাত্র রুবেল মোল্লা জানায়, ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মহাসড়কে চলাচলকারী নসিমন, করিমন ও ভটভটি আটক করছিল। ঘটনাস্থলে একটি নসিমনকে আটক করে ড্রাইভারকে পুলিশ মারধর করছিল। এলাকাবাসী এ ঘটনা দেখতে রাস্তার পাশে ভিড় করেন। এ সময় সদর উপজেলার পুখুরিয়া থেকে গোপালগঞ্জগামী একটি ট্রাকের চালক ভয় পেয়ে ট্রাকটি রাস্তার পাশে খাদে ফেলে দেন। এতে ট্রাকচাপা পড়ে স্কুলছাত্রী ময়না খানম ঘটনাস্থলেই নিহত হন। আহত হন তিনজন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।