টোয়েন্টি২০ তে শীর্ষ অলরাউন্ডার সাকিব
আইসিসির টোয়েন্টি২০ র্যাঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডার হয়েছেন সাকিব আল হাসান। সংস্থার প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ের অলরাউন্ডার ক্যাটাগরিতে সবার উপরে রয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
৩৭৮ রেটিং পয়েন্ট পেয়ে তালিকার ১ নম্বরে উঠেছেন বাঁহাতি এই অলরাউন্ডার। তার পরেই রয়েছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। তার রেটিং পয়েন্ট ৩৬৪।
এ ছাড়া পাকিস্তানের আরেক ক্রিকেটার শহীদ আফ্রিদি তৃতীয়, অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন চতুর্থ ও ভারতের যুবরাজ সিং রয়েছেন পঞ্চম স্থানে। যদিও সর্বশেষ ঘোষিত ভারতের বিশ্বকাপের প্রাথমিক ৩০ সদস্যের দলে জায়গা হয়নি যুবরাজের।
উল্লেখ্য, আইসিসির সেরা টেস্ট অলরাউন্ডারও সাকিব। সম্প্রতি হোম সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে অসাধারণ পারফর্ম করে আবারও টেস্টে শীর্ষ অলরাউন্ডারের স্থান দখল করেছেন তিনি।