শেরপুর, ঝিনাইগাতী ও শ্রীবরদীতে বিদ্যুৎ সপ্তাহের উদ্বোধন

current-rally_8817জ্বলছে আলো চলছে দেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে বিদ্যুৎ সপ্তাহ’১৪ শুরু হয়েছে।
শেরপুর: ৭ ডিসেম্বর রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন।
পরে এ উপলক্ষে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), শেরপুরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিউবো কার্যালয়ে এসে শেষ হয়। পরে এখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, বিউবোর নির্বাহী প্রকৌশলী ইন্দ্রজিৎ দেবনাথ, পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মাসরুল হক খান প্রমুখ।
ঝিনাইগাতীঃ ঝিনাইগাতী উপজেলায় রবিবার বিদ্যুৎ সপ্তাহ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোজাম্মেল হক। এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী রোকনুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এসএম আমিরুজ্জামান লেবু, বিদ্যুৎ বিভাগের অফিস সহকারী সালেহ আহমেদ, শফিউর রহমান প্রমুখ।
শ্রীবরদীঃ ৭ ডিসেম্বর রবিবার সকালে শ্রীবরদীতে পালিত হয়েছে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ। এ উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা নির্বাহী অফিসার হাবিবা শারমিন’র সভাপতিত্বে র‌্যালিতে অংশ গ্রহণ করেন আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী প্রশান্ত কুমার ধর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আলম তালুকদার, মৎস্য অফিসার দেবযানী ভৌমিক, সমাজ সেবা অফিসার অপরুপা মালাকার প্রমূখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend