সংসদ কার্যকর কি না জানতে চেয়েছে ইইউ
আওয়ামী লীগের কাছে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টারি প্রতিনিধিদল ৫ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ কার্যকর কি না, তা জানতে চেয়েছে।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে সোমবার বিকেলে অনুষ্ঠিত বৈঠকে এ কথা জানতে চান ইইউ প্রতিনিধি দলের প্রধান জিন ল্যাম্পার্ড। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘ইইউ আমাদের সংসদ কার্যকর কি না তা জানতে চেয়েছে। আমরা বলেছি, সংসদ কার্যকর। সংসদে বিরোধী দল কার্যকর ভূমিকা রাখছে। তারা সংসদ ও বিরোধীদলের ভূমিকার কথা শুনে সন্তোষ প্রকাশ করেন।’
মধ্যবর্তী নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নের উত্তরে হানিফ বলেন, ‘তারা আমাদের সঙ্গে মধ্যবর্তী নির্বাচন নিয়ে কোনো আলোচনা করেননি। বাংলাদেশের গার্মেন্টস শিল্প নিয়ে আলোচনা করেছেন।’
হানিফ আরও বলেন, ‘আওয়ামী লীগ এদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল। এই দলটির নেতৃত্ব কীভাবে সৃষ্টি হয়। এই দলের কাঠামো কেমন, সেগুলো তারা জানতে চেয়েছেন।’
তিনি বলেন, ‘আমরা বলেছি, তৃণমূলের মতামত ও কাউন্সিলের মাধ্যমে এ দলের নেতৃত্ব গড়ে উঠে। একথা শুনে ইইউ প্রতিনিধিরা অত্যন্ত খুশি হয়েছেন। পৃথিবীতে এমন প্রক্রিয়া খুব কমই দেখা যায় বলে তারা জানান।’
বৈঠকে ইইউ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ইইউ পার্লামেন্টের সদস্য জিন ল্যাম্পার্ড, ঢাকায় নিযুক্ত ইইউ অ্যাম্বাসেডর পিয়েরি মায়াডন ও ইইউ ঢাকা অফিসের দু’জন কর্মকর্তা।
আওয়ামী লীগের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
প্রসঙ্গত, ৫ জানুয়ারি নির্বাচনের পর ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে প্রথমবারের মতো এ বৈঠকে বসলো ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টারি দলের প্রতিনিধিরা।