‘জানুয়ারি আসবে যাবে’
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানুয়ারি মাসে আন্দোলনের প্রস্তুতির সমালোচনা করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘তিনি জানুয়ারিতে আন্দোলন করবেন বলেছেন, কিন্তু কোন জানুয়ারি সেটা তো আর বলেননি। এভাবে জানুয়ারি আসবে যাবে, আন্দোলনেরও প্রস্তুতি চলবে।’
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের হলরুমে সোমবার দুপুরে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত ‘চলমান রাজনীতি’ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘তিনি (খালেদা) ৫ জানুয়ারি নির্বাচনের পর থেকে বলেছিলেন, ঈদের পর আন্দোলন। পর পর দুইটা ঈদ গেলেও আন্দোলন করেননি। কারণ কোন ঈদের পর আন্দোলন, সেটা তো আর বলেননি। তেমনিভাবে সামনে ২০১৫ নাকি ২০৪১ কোন বছরের জানুয়ারিতে আন্দোলন হবে, সেটা জানা নেই।’
তেল-গ্যাসের দাম বাড়ালে মির্জা ফখরুলের আন্দোলনের হুমকির সমালোচনা করে তিনি বলেন, ‘দেশের উন্নয়নের চাকাকে অব্যাহত রাখতে জনস্বার্থে সরকার যে কোনো ব্যবস্থা গ্রহণ করবে। তবে আপনাদের আন্দোলনের কোনো সুযোগ রাখা হবে না। আপনারা সরকার পতনের আন্দোলন করার আগে নিজের ঘর সামলান।’
এ সরকার জনপ্রতিনিধিত্বহীন হয়ে এক দিনও ক্ষমতায় থাকবে না মন্তব্য করে তিনি আরও বলেন, ‘জনগণ এ সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়েছে। তাই জনগণ যখন চাইবে তখনই নির্বাচন দেওয়া হবে। এ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে, তখন আপনারাও অংশগ্রহণ করবেন।’
‘বাংলাদেশ বন্ধুহীন হয়ে পড়েছে বা কোনো একটি নির্দিষ্ট দেশের সঙ্গেই সুসম্পর্ক রয়েছে’- খালেদা জিয়ার এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বর্তমানে বাংলাদেশের পররাষ্ট্রনীতি অন্য যে কোনো সময়ের চাইতে উজ্জ্বল। বিশ্বের সকল দেশের সঙ্গেই বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।’