‘জিয়াউর রহমান ছিলেন আইএসের দালাল’ -মেলান্দহে মির্জা আজম

Jamalpurজামালপুর প্রতিনিধি : পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, ‘জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি ছিলেন পাকিস্তানের আইএসের দালাল। মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত করতেই তিনি বঙ্গবন্ধুর হত্যাকারীদের শাস্তির পরিবর্তে পুরস্কার দিয়েছেন। আর তার স্ত্রী খালেদা জিয়া দেশটা স্বামীর সম্পদ হিসেবে ব্যবহার করে, স্বাধীনতাবিরোধী শক্তিকে ক্ষমতায় এনে তাদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছেন।’
জামালপুরের মেলান্দহ মুক্তমঞ্চে সোমবার বিকেল সাড়ে ৫টায় হানাদারমুক্ত দিবস উদযাপন উপলক্ষে প্রধান অতিথির ভাষণ দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মেলান্দহ উপজেলা কমান্ডার আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শফিকুল ইসলাম খোকা, জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান, ইউএনও রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক জাহেদী রবিন, মেলান্দহ উপজেলা চেয়ারম্যান আলহাজ একেএম হাবিবুর রহমান চান, এফবিসিসিআই’র পরিচালক রেজাউল করিম রেজনু প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend