নারীর প্রতি সহিংসতা বন্ধ না করলে সমাজ এগিয়ে যাবে না
মঙ্গলবার সকালে বেগম রোকেয়া দিবস উপলক্ষে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারীর প্রতি সহিংসতা বন্ধ না করলে সমাজ এগিয়ে যাবে না।
এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, বেগম রোকেয়া এক সময় স্বপ্ন দেখেছিলেন, একটি নারীস্থান গড়ে তোলার। এককভাবে পুরোপুরি নারীদের নিয়ে চলা সম্ভব না হলেও বাংলাদেশ এক্ষেত্রে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। এদেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার ও সংসদ উপনেতা নারী বলে উল্লেখ করে এ মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ‘বেগম রোকেয়া বেঁচে থাকলে নিশ্চয়ই খুশি হতেন এটা দেখে যে, বাংলাদেশ তার স্বপ্ন পূরণে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।’
নারী উন্নয়নে অবদান রাখায় এ বছর রোকেয়া পদক পেলেন অধ্যাপক মমতাজ বেগম ও সমাজকর্মী গোলাপ বানু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদকপ্রাপ্তদের হাতে পদক তুলে দেন।