ঝিনাইগাতীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত
মুহাম্মদ আবু হেলাল,ঝিনাইগাতী ঃ শেরপুরের ঝিনাইগাতীতে ৯ ডিসেম্বর মঙ্গলবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০১৪ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা ও “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জমশেদ আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা আক্তার খাতুন, উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ্তা ভট্টাচার্য ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল রৌশন সুমেল প্রমুখ। আলোচনা সভা শেষে নির্বাচিত ৫ জন জয়িতা নারীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় ছিলেন উপজেলা নির্বাচন অফিসা মোহাম্মদ মাহমুদুল হাসান।