মাঝ নদীতে আটকে পড়েছে ৯টি ফেরি কুয়াশায় কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
মাদারীপুর প্রতিনিধি : ঘন কুয়াশার কারণে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। মাঝ পদ্মায় ৯টি ফেরিতে অর্ধ শতাধিক ছোট-বড় যানবাহনে এক হাজারেরও বেশি যাত্রী আটকে আছে।
মাদারীপুরের কাওড়াকান্দি ফেরিঘাটে শাহ পরাণ ও রামশ্রী নামের দুইটি ফেরি যাত্রী ও যানবাহন ভর্তি অবস্থায় রয়েছে। বিআইডব্লিউটিসি’র মাদারীপুরের কাওড়াকান্দি ঘাটের টার্মিনাল সুপারভাইজার হাবিবুল ইসলাম জানান, ‘কুয়াশায় মার্কিং পয়েন্ট ও বিকন বাতি না দেখা যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। শিমুলিয়া থেকে ছেড়ে আসা পাঁচটি ফেরি ও কাওড়াকান্দি ঘাট থেকে ছেড়ে যাওয়া চারটি ফেরি মাঝ নদীতে আটকে গেলে ফেরিগুলো পদ্মার মাঝে নোঙর করে রাখা হয়েছে। কখন নাগাদ সেগুলো গন্তব্যে পৌছাবে তা অনিশ্চিত।’
এ দিকে কাওড়াকান্দি ঘাট এলাকায় ঢাকামুখো যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে।