সিরাজগঞ্জে ইসলামী আন্দোলনের সভাপতিসহ ২ কর্মী আটক
সিরাজগঞ্জ প্রতিনিধি : স্থানীয় প্রশাসনের অনুমতি না নিয়ে মিছিল বের করার অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিরাজগঞ্জ জেলা সভাপতিসহ দুই কর্মীকে আটক করেছে পুলিশ। শহরের বাজার স্টেশনে স্বাধীনতা স্কয়ার থেকে মঙ্গলবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সংগঠনের জেলা কমিটির সভাপতি মুফতি মহিবুল্লাহ, কর্মী উল্লাপাড়া উপজেলার জাড়লগাতীর গ্রামের মোকারমের ছেলে আক্কাস আলী (৩৪) ও একই উপজেলার বালসাবাড়ীর এলাকার রেজাউল করিমের ছেলে রাকিবুল ইসলাম (৩৭)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, প্রশাসনের পূর্ব অনুমতি ছাড়া মিছিল বের করায় ওই তিনজনকে আটকের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর শাস্তির দাবিতে সংগঠনটি ওই মিছিল বের করে।