‘খালেদা এখন এতিমের মতো সংলাপের জন্য ডাকেন’
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ খালেদা জিয়ার সংলাপ প্রসঙ্গে বলেছেন, ‘সে দিন প্রধানমন্ত্রী ছোট হয়ে আপনাকে সংলাপের জন্য ডেকেছিলেন। আপনি আসেননি। এখনতো এতিমের মতো ডাকেন। সংলাপ হবে তবে অনেক পরে। আপনি বাস মিস করেছেন।’
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বুধবার সন্ধ্যায় ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তোফায়েল আহমেদ ইতালি সফরের অভিজ্ঞতা ব্যক্ত করে বলেন, ‘আমি একবার ইতালির ভেনিসে গিয়েছিলাম। বাসের জন্য অপেক্ষা করছি। কিন্তু বাস আসছে না। পরে শুনি বাস চলে গেছে। ইতালির ভাষা বুঝতে না পারায় এমন হয়েছে।’
তিনি এ সময় খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘আপনিও বাস মিস করেছেন। আপনাকে শেখ হাসিনার অধীনে আবারও নির্বাচন করতে হবে।’
তোফায়েল বলেন, ‘আপনি বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়ুন। বঙ্গবন্ধু কোনদিন নির্বাচন বর্জন করেননি। ১৯৭০ সালের নির্বাচনে অংশ নিতে অনেকেই বঙ্গবন্ধুকে না করেছিলেন। কিন্তু তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। আমাদের ১৯৮৪ সালের উপজেলা নির্বাচন বর্জন করা ভুল ছিল। সেদিন নির্বাচনে অংশগ্রহণ করলে আজ বিএনপির অস্তিত্ব থাকত না।’
তোফায়েল আহমেদ বলেন, ‘আপনি নির্বাচন করেন না, এখন আমরা কী করব? আপনাকে অপেক্ষা করতেই হবে।’
তিনি বিএনপির উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘ওরা বলে, আন্দোলন করবে। এখন ২০১৩ সাল নয়। এবার বিশৃঙ্খলা করলে কঠোর হস্তে দমন করা হবে।’
বাণিজ্যমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ করে বলেন, ‘ফখরুল সাহেব, আপনি অনেক কথাই বলেন। আপনি বলেন, আওয়ামী লীগের চেয়ে নিকৃষ্ট দল নেই। আমি অনেক কথাই জানি। কারা ভারতে গিয়ে পাকবাহিনীর সঙ্গে যোগাযোগ করত, সব জানি। ভদ্রলোক বলে মৃত মানুষকে নিয়ে কিছু বলি না।’
ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহবুবুর রহমান বেপারির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার। বক্তব্য রাখেন- স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ নাথ, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ উদ্দিন আহমেদ প্রমুখ।