ছোট্ট একটি পরীক্ষার মাধ্যমে ধরা পড়বে স্তন ক্যান্সারের লক্ষণ
স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার আগেই তা ছোট্ট একটি রক্ত পরীক্ষার মাধ্যমে লক্ষণগুলো জানা যাবে। এজন্য নতুন এক পদ্ধতি আবিষ্কারের পথে অনেকটাই অগ্রসর হয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা।
বিজ্ঞানীরা জানিয়েছেন, তারা আশা করছেন যে নতুন এই পরীক্ষা পদ্ধতি চালু হলে স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার অনেক আগেই এ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পরীক্ষাটি খুবই সহজ এবং সীমিত খরচের হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
নতুন এ পদ্ধতি চালু হলে স্তন ক্যান্সারের কারণে অনেক মৃত্যুই এড়ানো সম্ভব হবে বলে দাবি করেছেন গবেষকরা। ফিওনা লারনার নামের এক গবেষক বলেন, চিকিৎসার চাইতে প্রতিরোধ ভালো। আর এ পদ্ধতি আবিষ্কার হলে স্তন ক্যান্সার প্রতিরোধের পথে আমরা অনেকটাই অগ্রসর হব। এখন স্তন ক্যান্সার চিকিৎসায় অনেক ঔষধের ব্যবস্থা আছে। তবে এ পদ্ধতি আবিস্কার হলে যেহেতু ক্যান্সারে আক্রান্ত হওয়ার আগেই তা বোঝা যাবে, সেজন্য স্তন ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে এটি বিরাট ভূমিকা রাখবে।