দেশে মানবাধিকার বলতে কিছু নেই: রফিকুল ইসলাম

hr12দেশে মানবাধিকার বলতে কিছু নেই। গুম, খুন সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি ও টেন্ডারবাজি সর্বত্র বিরাজ করছে। দেশের জনগণ আর হত্যা ও গুম খুন দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবনের সামনে বিশ্ব মানবাধিকার দিবস-২০১৪ উপলক্ষে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এ মানববন্ধনের আয়োজন করে।

রফিকুল বলেন, তিনি আরো বলেন, গত আট মাসে ৭২টি গুম ও খুনের ঘটনা ঘটেছে। পুলিশ ও র‍্যাব এসবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।এ অবস্থায় মানবাধিকার প্রতিষ্ঠায় সবাইকে সচেতন হতে হবে।

বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠায় সরকারকে চাপ প্রয়োগ করতে জাতিসংঘসহ বিশ্ব মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য ব্যারিস্টার।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যরা।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend