গিগাবাইট এক্স৯৯ মাদারবোর্ড বাজারে
সম্প্রতি বাজারে এসেছে গিগাবাইট এক্স৯৯ মাদারবোর্ড। মাদারবোর্ডটি ইনটেলের ৮ কোর প্রসেসর এবং ডিডিআর৪ র্যাম সমর্থন করে।
মাদারবোর্ডটির বিশেষ ফিচার হচ্ছে বায়োস আপডেট করার ক্ষেত্রে অতিরিক্ত কোন হার্ডডিস্ক কিংবা র্যাম এর প্রয়োজন পড়ে না।
৮ ডিসেম্বর বিশেষ একটি অনুষ্ঠানের মাধ্যমে গিগাবাইট এক্স৯৯ মাদারবোর্ড বাজারে উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে গিগাবাইট কর্তৃপক্ষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গিগাবাইটের দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যবস্থাপক এলান সু, গিগাবাইট বাংলাদেশের বিপনন ব্যবস্থাপক খাজা মো. আনাস খান এবং স্মার্ট টেকনোলজিসের মহাব্যবস্থাপক জাফর আহমেদ।
আনাস খান বলেন, দারুণ সব ফিচারের এই মাদারবোর্ডটির দাম পড়বে ২৫ হাজার থেকে ৩৫ হাজার টাকার মধ্যে।