সেহজাদ-আফ্রিদির ব্যাটে পাকিস্তান ৩৬৪

Pak-NZ_thereport24সিরিজের ৩য় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৩৬৫ রানের বিশাল টার্গেট দিয়েছে পাকিস্তান। রবিবার সারজাহ স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচে টস জিতে আগে ব্যাট করেছে পাকিস্তানিরা। নিয়মিত অধিনায়ক মিসবাহ-উল-হক ইনজুরিতে পড়ায় এ ম্যাচে শহিদ আফ্রিদির নেতৃত্বে খেলতে নেমেছে পাকিস্তান। দলীয় ৬৩ রানে প্রথম উইকেট হারিয়েছে পাকিস্তানিরা; ব্যক্তিগত ৩৩ রানে আউট হয়েছেন ওপেনার মোহাম্মদ হাফিজ। তবে অপর ওপেনার আহমেদ সেহজাদ ক্যারিয়ারের ৬ষ্ঠ ওয়ানডে সেঞ্চুরির দেখা পেয়েছেন। ১২০ বলে ১২ বাউন্ডারি ও ২ ছক্কায় ১১৩ রান করে আউট হয়েছেন সেহজাদ। পাকিস্তানকে পাহাড়সম রানের সংগ্রহ এনে দিয়েছে মূলত আফ্রিদির মার-দাঙ্গা ব্যাটিং। মাত্র ২৬ বলে ৬ বাউন্ডারি ও ৩ ছক্কায় দলের দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ রান করেছেন আফ্রিদি। এ ছাড়া হারিস সোহেলের ২৮ বলে ৩৯ রান, সরফরাজ আহমেদের হার না মানা ১৪ বলে ৩০ রান এবং সোহল তানভিরের ৯ বলে ১৭ রানের দ্রুত লয়ের ইনিংসগুলো পাকিস্তানিদের বড় সংগ্রহে অবদান রেখেছে। শেষ অবধি নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৬৪ রানে শেষ হয়েছে পাকিস্তানের ব্যাটিং ইনিংস।
নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ৮৩ রান খরচায় নিয়েছেন সর্বোচ্চ ৩ উইকেট।
উল্লেখ্য, ৫ ম্যাচের ওয়ানডে সিরিজটিতে বর্তমানে ১-১ সমতা বিরাজ করছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend