শেরপুরে ৭ পঙ্গু মুক্তিযোদ্ধা পেলেন হুইল চেয়ার
মহান বিজয়ের মাসে শেরপুরে ৭ মুক্তিযোদ্ধার ভাগ্যে জুটেছে হুইল চেয়ার। ১৪ ডিসেম্বর রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ওই হুইল চেয়ার বিতরণ করেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। জেলা সমাজসেবা অধিদপ্তরের আওতায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র ওই হুইল চেয়ার বিতরণ করে। এসময় হুইপ আতিক বলেন, শেখ হাসিনার সরকার দুঃস্থ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পুনর্বাসনে অঙ্গীকারবদ্ধ। এজন্য সরকার মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর পরিকল্পনা গ্রহণসহ কল্যাণকর সবরকম ব্যবস্থা নিচ্ছে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মেহেদুল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট অঞ্জন চন্দ্র পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হায়দার আলী, শেরপুর পৌরসভার মেয়র হুমায়ুন কবীর রুমান, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, সিভিল সার্জন ডাঃ আনোয়ার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হীরু, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ওয়াহিদুজ্জামান, প্রতিবন্ধী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, পৌর প্যানেল মেয়র মতিউর রহমান উপস্থিত ছিলেন।