চলতি বছর বিশ্বে ১২৮ সাংবাদিক নিহত

journalist_thereport24চলতি ২০১৪ সালে বিশ্বের বিভিন্ন দেশে দায়িত্ব পালন করতে গিয়ে অন্তত ১২৮ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। প্রেস এমব্লেম ক্যাম্পেইন নামের একটি সংগঠন সোমবার এ তথ্য প্রকাশ করেছে।
এর মধ্যে শীর্ষে রয়েছে গাজার নাম। সম্প্রতি হামাস ও ইসরায়েলী সেনাবাহিনীর মধ্যে ৫০ দিনের যে যুদ্ধ সংঘটিত হয় তাতে ১৬ জন সাংবাদিক নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে সিরিয়া। সেখানে নিহত হয়েছেন ১৩ জন। এরপর পাকিস্তানে নিহত হয়েছেন ১২ জন।
তালিকার চতুর্থ স্থানে রয়েছে ইরাকের নাম। দেশটিতে ২০১৪ সালে ১০ জন সাংবাদিক নিহত হয়েছেন। ইসলামিক স্টেট যোদ্ধাদের উত্থানের পরই দেশটিতে সবচেয়ে বেশি সাংবাদিক নিহত হয়েছেন। এ ছাড়া ইউক্রেনে নিহত হয়েছেন ৯ জন সাংবাদিক। এর মধ্যে চারজনই রাশিয়ার। তুরস্কের নামও ওই তালিকায় স্থান পেয়েছে। দেশটিতে নিহত হয়েছেন দুইজন সাংবাদিক।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend