সুন্দরবনে ট্যাংকারডুবির ঘটনায় ৪ জন আটক
সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী ট্যাংকারডুবির ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ‘ওটি সাউদার্ন স্টার সেভেন’ তেলবাহী ট্যাংকারটিকে ধাক্কা দেওয়া ‘এমটি টোটাল’ জাহাজ ও এর মাস্টারও রয়েছে।
আটকরা হলেন- মাস্টার মোস্তফা (৫৩), কর্মচারী ফারুক (৩৪), আক্কাস (২৫) ও পিয়ার আলী (৩০)।
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে সোমবার সকালে জাহাজসহ তাদের আটক করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, সোমবার সকালে সিদ্ধিরগঞ্জের এসিআই এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে মাস্টারসহ ওই চারজনকে আটক করা হয়। আটকদের মংলা থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুর কাছে হস্তান্তর করা হচ্ছে।
প্রসঙ্গত, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীতে মঙ্গলবার ভোরে মালবাহী জাহাজ ‘এমটি টোটাল’ এর ধাক্কায় ‘ওটি সাউদার্ন স্টার-৭’ নামে একটি তেলবাহী ট্যাংকার ডুবে যায়। ট্যাংকারটি গোপালগঞ্জের একটি বিদ্যুৎকেন্দ্রের জন্য খুলনার পদ্মা অয়েল ডিপো থেকে ৩ লাখ ৫৭ হাজার ৬৬৪ লিটার ফার্নেস অয়েল নিয়ে যাচ্ছিল। ডুবে যাওয়া ট্যাংকারের তেল ছড়িয়ে সুন্দরবনের জীববৈচিত্র্য মারাত্মক হুমকিতে পড়েছে।
এ ঘটনার ৫ দিন পর রবিবার নৌযানটির নিখোঁজ মাস্টার মোখলেসুর রহমানের (৫০) লাশ পাওয়া গেছে।