‘খালেদা ইতিহাস বিকৃতিকে শিল্পে পরিণত করেছেন’
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘২৬ মার্চ আমাদের স্বাধীনতা দিবস হওয়া সত্ত্বেও বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে কখনও ২৭ কখনও ২৮ তারিখে তা পালন করার কথা উত্থাপন করেছেন। এর মাধ্যমে বেগম খালেদা জিয়া ও তার পুত্ররা ইতিহাস বিকৃতি এবং মিথ্যাচারকে একটা জাতীয় শিল্পে পরিণত করেছেন।
সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি শেষে মঙ্গলবার তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা মনে করি বাংলার জনগণ যেভাবে পাকিস্তানীদের মিথ্যাচার, জেনারেল জিয়া এবং সামরিক শাসকদের মিথ্যাচার ও ইতিহাস বিকৃতির যে রাজনীতি করেছে, সেই বিভ্রান্তি থেকে বের হয়ে এসে জনগণ সমুচিত জবাব দিতে শুরু করেছে।’
তিনি আরও বলেন, ‘২০০৮ সালের নির্বাচনের পর থেকে খালেদা জিয়া দিশেহারা হয়ে পড়েছেন। আবারও চক্রান্তের মধ্য দিয়ে অস্বাভাবিক কায়দায় ক্ষমতা দখলের পাঁয়তারা করছেন তিনি। তারই অংশ হিসেবে ধারাবাহিকভাবে ইতিহাস বিকৃতি, মিথ্যাচার ও জঙ্গিবাদ লেলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমরা মনে করি বাংলার জনগণ এই চেষ্টা ব্যর্থ করবে।