জাতীয় স্মৃতিসৌধে লাখো মানুষের ঢল
মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। প্রচণ্ড শীতকে উপেক্ষা করে কাক-ডাকা ভোর থেকে দলীয় ব্যানার-ফেস্টুন নিয়ে মহাসড়কের পাশে অপেক্ষা করতে দেখা গেছে নেতাকর্মীদের।
সকালে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা নিবেদনের পর পরই স্মৃতিসৌধ এলাকায় সাধারণ দর্শনার্থীদের ঢল নামে।
বিভিন্ন প্রতিষ্ঠান ও দলের ব্যানারে সারিবদ্ধ হয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন তারা। কারও হাতে জাতীয় পতাকা, কপালে লাল-সবুজে চিহ্ন আঁকিয়ে ছেলে-বুড়ো সব বয়সের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে এসেছেন শ্রদ্ধা জানাতে। শ্রদ্ধা জানানো হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), সিপিবি, এলডিপি, জাতীয় পার্টি, ঢাকা জেলা পুলিশসহ বিভিন্ন সামাজিক, রাজানৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠান। এ সময় পুরো স্মৃতিসৌধ এলাকা জনসমুদ্রে পরিণত হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে শুরু করেছে।