মুক্তিযুদ্ধের চেতনা আ.লীগ নির্বাসনে পাঠিয়েছে : ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘মুক্তিযুদ্ধের যে মূল চেতনা গণতন্ত্র, তা আজ আওয়ামী লীগ নির্বাসনে পাঠিয়েছে। খালেদা জিয়ার নেতৃত্বে নির্বাসিত গণতন্ত্রকে ফিরিয়ে আনতে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রাম করছে।’
মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে খালেদা জিয়ার নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা ও দোয়া-মোনাজাতের পর উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এসময় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত হবেন।