ঝিনাইগাতীতে ৪৩তম মহান বিজয় দিবস পালিত

Bijoy-Dibos-Picture1মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী :
শেরপুরের ঝিনাইগাতীতে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর ৪৩তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। উৎসব মুখর পরিবেশে দিবসটি উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসন কর্তৃক বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে। উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রত্যুষে একত্রিশ বার তোপধ্বনির মধ্য দিয়ে সরকারীভাবে দিবসের শুভ সূচনা করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুস্পস্তবক অর্পন করা হয়। সকাল ৯টায় স্থানীয় স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শারিরীক কসরত প্রদর্শনী অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে সালাম ও অভিবাদন গ্রহন করেন যথাক্রমে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির আঃ মান্নান মাষ্টার ও ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ একেএম ফসিহুর রহমান। দিনব্যাপী দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের মধ্যে ক্রীড়া প্রতিযোগীতা, শিশুদের মাঝে চিত্রাংকন প্রতিযোগীতা, মহিলাদের ক্রীড়া প্রতিযোগীতা, প্রামান্য চলচিত্র প্রদর্শনী, প্রীতি ফুটবল ম্যাচ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জা ও অন্যান্য উপসনালয়ে মোনাজাত ও দোয়া প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাদ্য সরবরাহ। এবারের আলোচনার বিষয় ছিল “সুখী, সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার” শীর্ষক আলোচনা। অপরদিকে, দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলার কাংশা ইউনিয়নের বিষ্ণপুর স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ খন্দকার মোঃ আতিকুর রহমানের নেতৃত্বে সম্পূর্ণ ব্যক্তিগত খরচে বিষ্ণপুর খন্দকার বাড়ী বঙ্গবন্ধু ক্যাডেট কলেজ, বিষ্ণপুর খন্দকার বাড়ী বঙ্গবন্ধু ইঞ্জিনিয়ারিং কলেজ, বিষ্ণপুর খন্দকার বাড়ী বঙ্গবন্ধু ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও এতিম খানার সকল শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর সমন্বয়ে বিষ্ণপুর স্কুল এন্ড কলেজ মাঠে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অত্র প্রতিষ্ঠানের সভাপতি আ.খ.ম. আব্দুল্লাহ এর সভাপতিত্বে আলোচনা সভায় মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্যের উপর গুরুত্বারোপ করে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ খন্দকার মোঃ আতিকুর রহমান, কাংশা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আমির আলী মানিক, সমাজসেবক আব্দুল মজিদ, আব্দুল মালেক, ইউপি সদস্য আবু সালেহ, দাতা সদস্য খন্দকার মোঃ আবুল আসাদ, আলতাব হোসেন ও অবসর প্রাপ্ত নায়েক ফেরদৌস আলী প্রমুখ। আলোচনা সভা ও মিলাদ মাহফিলের পর উপস্থিত সকলকে আপ্যায়ন করান অনুষ্ঠানের আয়োজক ও বিষ্ণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খন্দকার মোঃ আতিকুর রহমান।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend