বিজয় দিবসে শেরপুরে রজীবার রক্তের গ্রুপ নির্ধারণ ও ডাটা সংগ্রহ কর্মসূচী

rajiba-500x282শেরপুরের বৃহৎ রক্তদাতা সংগঠন ‘রক্ত দিন জীবন বাঁচান’ রজীবা’র উদ্যোগে শেরপুর থানা মোড়ে রক্তের গ্রুপ নির্ধারণ ও রক্তদাতাদের ডাটা সংগ্রহ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯ টা থেকে বিপুল সংখ্যক মানুষ রক্তের গ্রুপ নির্ধারণ ও নিজেদের তথ্য প্রদানের জন্য উপস্থিত হন শেরপুর থানা মোড়ে।
শুধু তাই নয় এই কর্মসূচীকে উৎসাহিত করতে দুপুরে উপস্থিত হন শেরপুরের জেলা প্রশাসক জাকীর হোসেন, পুলিশ সুপার মেহেদুল করিম, শেরপুর পৌরসভার মেয়র হুমায়ুন কবির রুমান এবং সাপ্তাহিক শেরপুরের ভারপ্রাপ্ত সম্পাদক কাকন রেজা। তারাও নিজেদের তথ্য প্রদান করেন রজীবার নির্ধারিত ফরমে।
এ সময় রজীবার উপদেষ্টা আবুল কালাম, সভাপতি সোহেল রানা, সম্পাদক মাহমুদুর রহমান সুজয় সম্মানিত অতিথিদের তাদের সাথে একাত্মতা প্রকাশ করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
তাদের উপস্থিতিতে রজীবার সদস্যরা উজ্জীবিত হয়ে উঠেন। এ সময় উপস্থিত রক্তদাতাদের উদ্দেশ্যে রক্তদান কতটা প্রয়োজনীয় এ বিষয়ে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জাকীর হোসেন, পুলিশ সুপার মেহেদুল করিম, পৌর মেয়র হুমায়ুন কবির রুমান।

বিকাল পর্যন্ত বিপুল সংখ্যক মানুষ তাদের রক্তের গ্রুপ নির্ধারণ ও তথ্য প্রদান করেন।

অনুষ্ঠানটির সহযোগিতায় ছিলঃ দেশ জেনারেল হাসপাতাল এবং মিডিয়া পার্টনার ছিলঃ শেরপুর নিঊজ২৪ ডট কম ও সাপ্তাহিক শেরপুর

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend