বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা

Presidentবিজয়ের ৪৩ বর্ষপূর্তিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনে মঙ্গলবার এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্তদের পরিবারের সদস্যরা ওই সংবর্ধনায় অংশ নেন।
রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদও অংশ নেন। খবর বাসসের।
এ উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেক কাটেন।
সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, প্রতিমন্ত্রীগণ, কূটনীতিক, সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্টের বিচারকগণ, নির্বাচন কমিশনের কমিশনারবৃন্দ, তিন বাহিনী প্রধান, সংসদ সদস্য, সিনিয়র রাজনৈতিক নেতাবৃন্দ, সিনিয়র সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, শিক্ষাবিদ, ব্যবসায়ী নেতা, সিনিয়র সাংবাদিক, চিত্রশিল্পী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
এ ছাড়া শ্রীলংকা, ভারত ও মালদ্বীপের ন্যাশনাল ক্যাডেট কোরের সদস্যরাও এ সংবর্ধনায় যোগ দেন।
এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একত্রে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও অন্যান্য অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend