চট্টগ্রামে পুলিশের গুলিতে মাদ্রাসাছাত্র আহত
চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার এক ছাত্রকে গুলি করেছে নোমান সিরাজী নামের এক পুলিশ কনস্টেবল। গুলিবিদ্ধ ছাত্রের নাম মো. সিদ্দিক। তিনি তাফসির বিভাগের ছাত্র। তাঁর বাড়ি খুলনায়। মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষিপ্ত মাদ্রাসা ছাত্ররা রাস্তা অবরোধ করে। হাটহাজারী মাদ্রাসার শিক্ষক ও হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পুলিশ বিনা কারণে তাঁকে গুলি করেছে। পরে মাদ্রাসার অন্য ছাত্ররা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। জানা যায়, এ ঘটনায় ওই কনস্টেবলকে আটক করেছে পুলিশ। তবে এ ব্যাপারে হাটহাজারী থানার ওসি মো. ইসমাইল জানান, ওই কনস্টেবল হাটহাজারী থানায় পুলিশ হেফাজতে রয়েছে।
অন্য একজনের সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে ওই কনস্টেবল গুলি করলে সেই গুলি রাস্তার বিপরীত দিকে থাকা মাদ্রাসা ছাত্রের গায়ে লাগে। তিনি আরো জানান, আহত মাদ্রাসা ছাত্র বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।