তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

Tariq_ziaবিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার’ বলায় মানহানির অভিযোগে দায়ের হওয়া মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।

বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর দুপুরে শুনানি শেষে এ পরোয়ানা জারি করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউনূস খানের আদালত। এর আগে রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগ এনে মামলাটি দায়ের করেন ঢাকা বারের আইনজীবী মোস্তাফিজুর রহমান দুলাল। শুনানি শেষে মানহানির অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করলেও রাষ্ট্রদ্রোহ মামলায় রাষ্ট্রের অনুমোদন প্রয়োজন হওয়ায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ আমলে নেননি আদালত।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৫ ডিসেম্বর ইস্ট লন্ডনের দ্য অট্রিয়াম অডিটোরিয়ামে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধুকে ‘রাজাকার’ ও ‘শখের বন্দি’ অভিহিত করে তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু ও তার পরিবারের কোনো ভূমিকা নেই। এর প্রেক্ষিতে রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে মামলাটি করা হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend