আমেরিকানদের বাংলাদেশের গল্প শোনাব : মজীনা
আমেরিকানদের নিয়মিতভাবে তিন বছর বাংলাদেশের গল্প শোনাবেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।
মার্কিন রাষ্ট্রদূতকে বৃহস্পতিবার দুপুরে বিদায় সংবর্ধনা জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন রাষ্ট্রদূত এই মন্তব্য করেন।
ড্যান মজীনা বলেন, ‘বাংলাদেশ আমার হৃদয় ছুঁয়েছে। সম্ভব হলে এই দেশেই থেকে যেতাম। এই দেশের মানুষ, প্রাকৃতিক রূপ এবং কৃষকদের দক্ষতা পৃথিবীর অন্য কোথাও নেই।’
তিনি বলেন, ‘আমি আমেরিকায় গিয়ে প্রথম তিন বছর নিয়মিতভাবে বাংলাদেশের গল্প করব। প্রথম তিন বছর প্রতি মাসের এক সপ্তাহ করে নিয়মিতভাবে এই গল্প শোনাব।’
রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেন, ‘আমেরিকানরা বাংলাদেশকে শতভাগ চেনে না। তারা রানা প্লাজার মতো কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা দিয়ে বাংলাদেশকে চেনে। আমেরিকানরা বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, এই দেশের মানুষের আতিথেয়তা সম্পর্কে জানে না। তাই তাদের বাংলাদেশ সম্পর্কে জানাব।’