তারেকের পরোয়ানার প্রতিবাদ- যুবদলের বিক্ষোভ শনিবার
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছে জাতীয়তাবাদী যুবদল।
সংগঠনটি শনিবার সারাদেশে এ কর্মসূচি পালন করবে। যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস উদ্দিন মামুন শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেন।
ঢাকা মহানগর হাকিম আদালত তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলায় বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর আগে ইউনুস খানের আদালতে সকালে মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি মামলা করেন এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান দুলাল।
ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেনের আদালতে মানহানির আরও একটি মামলা করেন আব্দুল মান্নান নামে এক ব্যক্তি। এ ছাড়া একই অভিযোগে চট্টগ্রাম, কুমিল্লা ও নাটোরে তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর ইস্ট লন্ডনের অস্ট্রিয়ামে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণ দেন বিএনপির সিনিয়ার ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
এতে তিনি বলেন, ‘তথ্যপ্রমাণের ভিত্তিতে বলছি, শেখ মুজিব রাজাকার, খুনী ও পাকবন্ধু ছিলেন। একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আসার ঠিক আগে ইয়াহিয়া খানকে প্রেসিডেন্ট মেনে তার সঙ্গে সমঝোতা করেছিলেন শেখ মুজিবুর রহমান।’
তারেক রহমান তার বক্তব্যে আরও বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ মুজিব পরিবারের কোনো অবদান নেই। শেখ মুজিব আওয়ামী লীগের জন্য এখন লালসালু। এই লালসালুকে ঘিরে থাকে ভণ্ডরা।’
তারেক রহমান আরও বলেন, ‘দখলদার ও রংহেডেড শেখ হাসিনা যখনই বিপদে পড়েন, জনগণকে ধোঁকা দিতে মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দেন। তার পরিবারেই রাজাকারের বংশবিস্তার হচ্ছে। রাজাকাররা তার মন্ত্রিসভায়ও রয়েছে।’
আওয়ামী লীগকে দেখামাত্র রাজাকার বলারও পরামর্শ দেন বিএনপির এই নেতা।