ভারতে শৈত্যপ্রবাহ ও তুষারপাতে ৩০ জন মারা গেছে

শৈত্যপ্রবাহভারতের উত্তরাখণ্ডে তীব্র শৈত্যপ্রবাহ এবং ভারি তুষারপাতে দুদিনে ৩০ জনের মৃত্যু হয়েছে।

রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের তথ্যসূত্র উল্লেখ করে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত দুদিনে উত্তরাখন্ডের পাহাড়ি এলাকায় ৩০ জনের মৃত্যেু হয়েছে।

হিমাচল প্রদেশেও ভারি তুষারপাত হয়েছে। সেখানকার পাহাড়ি অঞ্চল থেকে বয়ে আসা হিমশীতল বাতাস উত্তর প্রদেশেও প্রবাহিত হয়েছে। এতে তামপাত্রা কমেছে। উত্তর প্রদেশে সব থেকে নিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় লক্ষ্ণৌতে।

সেখানে তাপমাত্রা ছিল ৬.৬ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় সূর্যের উজ্জ্বল আলো দেখা গেলেও তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সামনের দিনগুলোতে রাতের তাপমাত্রা ৫ ডিগ্রির নিচে নামতে পারে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা।

আলমোরাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল এক ডিগ্রি সেলসিয়াস, পিথোরাগড়ে মাইনাস তিন ডিগ্রি আর বাগেশ্বরে মাইনাস এক ডিগ্রি সেলসিয়াস। উত্তরাখণ্ডে মৃতদের মধ্যে ১৩ জনই কুমাওন এলাকার। এছাড়া নৈনিতালে তিনজন, হলবানিতে দুজন, বাগেশ্বরে তিন এবং ভিমতলে একজন। মৃতের সংখ্যার বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend