ঝিনাইগাতীতে গ্রেফতারকৃত ৮ আসামীকে ৩ দিনের রিমান্ড শেষে আদালতে সোপর্দ
শেরপুরের ঝিনাইগাতীতে ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃত ৮ অপরাধীকে ৩ দিনের রিমান্ড শেষে আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ। ওই অপরাধীদের ১৪ ডিসেম্বর রবিবার বিকেলে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন। ১৯ ডিসেম্বর শুক্রবার রিমান্ড শেষে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার ভালুকা গ্রামের মৃত আইবালীর ছেলে এরশাদ শিকদার, ডাকাবর গ্রামের শহিদুল ইসলামের ছেলে জয়নাল আবেদিন, ফজল হকের ছেলে আজমত আলী, মৃত লিয়াকত আলীর ছেলে মোঃ উজ্জল মিয়া, রামেরকুড়া গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে আফাজ উদ্দিন, আব্দুর রশিদের পুত্র চিক্কু মিয়া, তামাগাও গ্রামের আব্দুল হাইয়ের ছেলে নবী হোসেন, ডেফলাই গ্রামের খলিলুর রহমানের ছেলে মিন্টু মিয়া।
ঝিনাইগাতী থানার ওসি (তদন্ত) গোলাম মোর্শেদ বলেন, এসব অপরাধীদের কাছ থেকে চাঞ্চল্যকর তথ্যও পাওয়া গেছে। যা তদন্তের স্বার্থে বলা সম্ভব হচ্ছে না।