শ্রীবরদীতে সামাজিক বনায়নের গাছ কর্তন করেছে দুবৃত্তরা
রমেশ সরকার : শ্রীবরদীর তাতিহাটি ইউনিয়নের পোড়াগড়-ভটপুর সরকারি রাস্তার সামাজিক বনায়নের গাছ বৃহস্পতিবার গভীর রাতে কর্তন করেছে দুবৃত্তরা। এনিয়ে সংরতি মহিলা ইউপি সদস্যের স্বামী জাজিম মিয়া ও স্থানীয় গণ্যমান্যরা শুক্রবার সকালে বিচার শালিশী করেছে।
এলাকাসি ও সামাজিক বন বাগানের অংশীদার সূত্রে জানাগেছে, মো. গোলাম সরোয়ার জানকিখিলা গ্রামে সরকারি রাস্তার উপর সামাজিক বনায়নের আওতায় ২ শত বিভিন্ন প্রজাতির গাছ ২০০৩ সালে রোপন করে। গাছ গুলোর বর্তমান বাজার মূল্য প্রতিটি প্রায় ১ হাজার টাকা। কিন্তু বিগত ১ বছর যাবত কিছু দুবৃত্ত রাতের আঁধারে গাছ কর্তন করতে শুরু করেছে। গত বুধবার ও বৃহস্পতিবার গভীর রাতে ওই গ্রামের লিয়াকত আলী এবং তার ছেলে উকিল ৫ টি আকাশমনি গাছ কর্তন করে রাতের অন্ধকারেই সরিয়ে ফেলে। বনবাগানের অংশীদার গোলাম সরোয়ার জানতে পারে লিয়াকত আলী ও তার ছেলে গাছ কেটেছে। এনিয়ে সংরতি মহিলা ইউপি সদস্যের স্বামী জাজিম ও গণ্যমান্যরা বিচার শালিশী করেছে। এসময় লিয়াকত আলীর ছেলে উকিল তাদের সাথে খারাপ আচরন করেছে।
শ্রীবরদীতে সামাজিক বনায়নের গাছ কর্তন করেছে দুবৃত্তরা