সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য নালিতাবাড়ীর একেএম মাহবুবুর রহমান রিটন স্বর্ন পদকে ভূষিত
২১ শে ডিসেম্বর রবিবার বিকাল ৪ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জ হলরুমে মোহনা সংবাদ সংস্থা কতৃক আয়োজিত বিজয়ের মাস উপলক্ষ্যে “মহান মুক্তিযুদ্ধে গনমাধ্যমের ভুমিকা”- শীর্ষক আলোচনা সভা ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়. এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গনপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন. উক্ত অনুষ্ঠানে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য একেএম মাহবুবুর রহমান রিটনকে স্বাধীনতা স্মৃতি স্বর্ন পদকে ভূষিত করা হয়.
মাহবুবুর রহমান রিটন এর বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নে. উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন প্রফেসর ড. মিজানুর রহমান, ভাইস চ্যান্সেলর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় . এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সম্মানিত চেয়ারম্যান বিচারপতি মোঃ মমতাজ উদ্দিন আহমেদ.
অনুষ্ঠানে বক্তারা একেএম মাহবুবুর রহমান রিটনের সমাজসেবামূলক বিভিন্ন কাজের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে তার কর্মপরিধি আরও বাড়ানোর জন্য উৎসাহ প্রদান করেন.