ওয়ানডে র্যাঙ্কিংয়েও সাকিবের উন্নতি
ওয়ানডে ক্রিকেটের নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আর তাতে এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের। টেস্ট ও টোয়েন্টি২০ ক্রিকেটের অলরাউন্ডারদের তালিকায় আগে থেকেই সাকিব এক নম্বর স্থানটিতেই রয়েছেন; রবিবার ঘোষিত ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিং তালিকায় দ্বিতীয়স্থানে উঠে এসেছেন তিনি। পিছনে ফেলেছেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে। সাকিবের রেটিং পয়েন্ট ৪০৩; হাফিজের রেটিং পয়েন্ট ৩৯৭। তালিকার শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। তার রেটিং পয়েন্ট ৪০৯।
ওয়ানডেতে দলীয় র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অস্ট্রেলিয়ানদের দখলে। দ্বিতীয়স্থানে রয়েছে ভারত। এরপর ক্রমান্বয়ে রয়েছে- দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ড।
উল্লেখ্য, ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট ও বল হাতে অনবদ্য পারফরমেন্সের সুবাদেই ওয়ানডে অলরাউন্ডারদের তালিকার দ্বিতীয়স্থানে উঠে এসেছেন সাকিব।