জামালপুরে পৃথক সংঘর্ষে আহত ২০
জেলার বকশীগঞ্জে রবিবার সকালে পৃথক সংঘর্ষে অন্ততপক্ষে ২০ জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, বকশীগঞ্জ উপজেলার কর্ণঝরা রেঞ্জের ডুমুরতলা বিট অফিসের আওতাধীন সরকারি বাগান রয়েছে। ওই বাগান নিলামে ডেকে নেন কর্ণঝরার হারুন ও লাউচপাড়া গ্রামের মুক্তার হোসেন।
হারুনের নেতৃত্বে কিছু ব্যক্তি শনিবার মুক্তারের বাগানে গাছ কাটার চেষ্টা করে। এ সময় মুক্তারের লোকজন বাধা দিলে উভয়পক্ষের বাকবিতণ্ডা হয়।
হারুনের নেতৃত্বে শতাধিক মানুষ রবিবার সাড়ে ১০টায় লাঠিসোটা নিয়ে ডুমুরতলা বিট অফিসের সামনে মুক্তার হোসেনকে মারধর করে। এ নিয়ে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত ১৫ জন আহত হন।
আহতদের মধ্যে মুক্তার হোসেন (৪৫), আব্বাস আলী (৪০), সাইফুল ইসলাম (৩৪), লাবলু (৩০) ও সম্রাটকে (৩২) আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে সকালে বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়নের বটতলা গ্রামে জমি নিয়ে সংঘর্ষে পাঁচজন আহত হন। আহতদের মধ্যে শহিদুর রহমান ও আলতাফ হোসেনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।