কায়সারের যুদ্ধাপরাধের রায় মঙ্গলবার
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জাতীয় পার্টির সাবেক নেতা সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল মঙ্গলবার।
আজ সোমবার রায় ঘোষণার দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বেলা ১১টা ১৪ মিনিটে এজলাসে উঠে এ ঘোষণা দেন চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল।
গত ২০ আগস্ট সৈয়দ মোহাম্মদ কায়সারের মামলার বিচারিক কার্যক্রম শেষ হওয়ায় রায় ঘোষণা অপেক্ষমাণ (সিএভি) রাখেন ট্রাইব্যুনাল। সেদিন মামলার সর্বশেষ ধাপ যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ায় যেকোনো দিন রায় দেওয়া হবে বলে জানানো হয়।
জামিনে থাকা কায়সারের জামিন বাতিল করে সেদিন তাকে কারাগারেও পাঠিয়ে দেন ট্রাইব্যুনাল।
গত ৯ মার্চ থেকে ২৩ জুলাই পর্যন্ত কায়সারের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন তদন্ত কর্মকর্তা (আইও) মনোয়ারা বেগমসহ রাষ্ট্রপক্ষের ৩২ জন সাক্ষী।