৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা

world_eztemaটঙ্গীতে আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। দুই পর্বের বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা রবিবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় সর্ব সম্মতিক্রমে ইজতেমা মাঠ প্রস্তুতসহ বেশকিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। এর মধ্যে রয়েছে, ইজতেমা এলাকার পরিবেশ উন্নয়ন, আইন শৃংখলা, বস্তি ও অবৈধ স্থাপনা উচ্ছেদ, মুসুল্লিদের অযু গোসল রান্না-বান্না খাবার পানি সরবরাহ প্রভৃতি।

সভায় জেলা প্রশাসক মোঃ নূরুল ইসলাম টঙ্গীতে বিশ্ব ইজতেমা সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

তিনি ইজতেমার সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তার বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বনিষ্ট হতে অনুরোধ করেন।

সভায় গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ পিপিএম, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক আব্দুল্লাহ সাজ্জাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মহসীন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এসএম মোস্তফা কামাল ও ইজতেমার সংশ্লিষ্ট মুরুব্বিগণ উপস্থিত ছিলেন

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend