আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেকোনভাবেই হোক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন। আর সেক্ষেত্রে অপরাধী যে দলেরই হোক না কেন, তাকে ছাড় না দেয়ার নির্দেশ দেন তিনি।
সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক থেকে চার জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী। জেলাগুলো হচ্ছে বরগুনা, বরিশাল, লালমনির হাট ও রংপুর।
প্রধানমন্ত্রী বলেন, ‘২০১৩ সালে নির্বাচন বানচাল করতে সারাদেশে যে তাণ্ডব ও পুলিশের ওপর হামলা হয়েছিলো, সেসব আর দেশের মানুষ দেখতে চায় না। তাই যে কোনো মূল্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে।’
এসময়, জেলা প্রশাসকরাও বিভিন্ন সমস্যা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সকাল ১০টায় শুরু হওয়া মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে যোগ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমসহ মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য ।
আজকের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভুঁইঞা সাংবাদিকদের ব্রিফিং করবেন বলে আশা করা হচ্ছে।