নিজ দলের আহত সদস্যদের হত্যা করছে আইএসআইএল
ইরাকের সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল নিজেদের আহত যোদ্ধাদেরকেও হত্যা করছে।
বার্তা সংস্থা কুর্দ প্রেস জানিয়েছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর বোমা বর্ষণ ও কুর্দি পিশমার্গের যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে আইএসআইএল’র ২৭ জন সদস্য আহত হয়েছিল। এদের বেশিরভাগই ছিল বিদেশি নাগরিক। আহতদেরকে গ্রেফতার করা হতে পারে এই আশঙ্কায় তাদের সবাইকে হত্যা করা হয়।
এর আগেও আইএসআইএল সন্ত্রাসীরা নেইনাভা প্রদেশের মসুল শহরের উপকণ্ঠে বিশ্বাসঘাতকতার অভিযোগে তাদের পাঁচ নেতাকে হত্যা করে উঁচু ভবন থেকে নিচে ফেলে দেয়। এ ছাড়া, সিরিয়ায় সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে পেরে না ওঠায় আইএসআইএল’র বহু সদস্য পালিয়ে গিয়েছিল। পালিয়ে যাওয়ার অপরাধে প্রায় ২০০ সদস্যকে ফাঁসি দেয়া হয়।
আইএসআইএল নিজ সদস্যদেরকেই এভাবে হত্যা করা থেকে বোঝা যায়, ইরাক ও সিরিয়ার সেনাবাহিনীর কাছে একের পর এক পরাজিত হওয়ায় তাদের মধ্যে তীব্র মতপার্থক্য বিরাজ করছে।