নীলফামারীতে অগ্নিকান্ডে পুড়ে গেছে শতাধিক ঘর
নীলফামারী জেলার সদর উপজেলায় শতাধিক ঘর আগুনে পুড়ে গেছে। উপজেলার সোনারায় ইউনিয়নের খেদারামপাড়ায় রাত সাড়ে ৮টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বৈদ্যুতিক শর্টশার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ফরহাদ হোসেন।
তিনি আরও জানান, খবর পেয়ে সদর থানার ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় রাত পৌনে ১০টা আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ৪০টি পরিবারের শতাধিক ঘরবাড়ি ও আসবাবপত্র পুড়ে যায়। আগুনে পাঁচটি গরু ও ১০টি ছাগল আগুনে পুড়ে মারা গেছে। মানুষ হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
তিনি জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে কোটি টাকার ক্ষতি হয়েছে।