শাহজালালে ২ কোটি টাকার স্বর্ণসহ আটক ১
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৬ টি স্বর্ণের বারসহ আনিস মিয়া নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস বিভাগ। বিমাবন্দর কাস্টমসের যুগ্ম কমিশনার কাজী জিয়াউদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কাস্টমস কর্মকর্তারা জানান, আনিসের কাছ থেকে উদ্ধার করা স্বর্ণের ওজন ৪ কেজি ১৯৫ গ্রাম। এই স্বর্ণের বাজারমূল্য ২ কোটি ২ লাখ টাকা।
সোমবার বেলা তিনটার দিকে এক সংবাদ সম্মেলনে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ জানায়, আজ সকাল ১১টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের ০৮৪ নম্বর ফ্লাইটে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসেন আনিস।
কাজী জিয়াউদ্দীন বলেন, ডমেস্টিক টার্মিনাল পার হওয়ার সময় তাকে আটক করে তল্লাশি করা হয়। এ সময় তার প্যান্ট ও জুতোর ভেতর থেকে ৩৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রতিটি বারের ওজন ১০ তোলা।
মামলা দায়েরের পর আনিসকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।