‘সময় দিন, খালেদা জিয়া সিদ্ধান্ত নিতে ভুল করবেন না’
সরকারবিরোধী সক্রিয় আন্দোলনের দিকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘সময় দিন, খালেদা জিয়া সিদ্ধান্ত নিতে ভুল করবেন না।’
তিনি বলেন, ‘বিএনপি আন্দোলনে দেরি করছেন। দায়িত্ব যার হাতে ক্রিয়া-প্রতিক্রিয়ার বিবেচনা তার হাতেই। আমি দেখেছি, প্রতিটি সফল আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ৮৬ সালে আমরা নিবার্চনে না গিয়ে, ৯১ সালে জয়ী হয়ে সরকার গঠন করেছি।’
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেমিনার হলে এক আলেচানায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। ‘রক্ত ঝড়া ২২ ডিসেম্বর ৮৪ স্মরণে স্বেরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলে রিজভী আহমেদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট এ্যাসোসিয়েশন (রুনেসা)।
নজরুল ইসলাম খান বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের জন্য সময় দিতে হবে। তাই আমাদেরকে ৮৪ সালের চেতনা নিয়ে কঠিন আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে হবে।’
কারো বিরুদ্ধে অভিযোগ দিয়ে পার পাওয়া যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘বিগত দিনে আন্দোলনে নেতৃত্ব দিয়ে নেতা হওয়ার সুযোগ ছিল। এবার প্রস্তুত থাকুন আন্দোলন সফল করে নেতৃত্বে আসতে পারবেন।’
তারেক রহমানের বক্তব্য নিয়ে আওয়ামী লীগের নেতাদের গালিগালাজের সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, ‘রাজনীতিতে সমালোচনা হবে, পাল্টা সমালোচনা হবে এটাই স্বাভাবিক। কিন্তু কেউ সমালোচনা করলে তার জবাব যুক্তি দিয়ে দিতে প্রমাণ করতে হবে। তা না করে গালিগালাজ করা, মামলা দেওয়া হয় এটা ঠিক নয়।’
তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য সমর্থন করে তিনি বলেন, ‘আজকে তারেক রহমানের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। তিনি যা বলছেন তা ভুল প্রমাণ করেন। জনগণ এ সব বুঝে, তারেক রহমান যা বলছেন তা সঠিক।’
তিনি বলেন, ‘জবাব আমাদের দিতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে একটি গ্রহণযোগ্য নিবার্চনের মাধ্যমে। আমরা সন্ত্রাস করি না। গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে চাই।’
নজরুল ইসলাম বলেন, ‘সরকার বুঝে তাদের ক্ষমতায় থাকার নৈতিক ভিত্তি নেই। তারা জানে ক্ষমতা ছাড়লে আর ফিরে আসতে পারবে না। বাকশাল করে একবার ২১ বছর লেগেছে ক্ষমতায় আসতে। এবার ক্ষমতা ছাড়লে কত বছর লাগে আল্লাহ জানে।’
স্বৈরাচারবিরোধী আন্দোলনের পটভূমি তুলে ধরে তিনি বলেন, ‘তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তার সহকর্মী শাহজাহান সিরাজ স্মরণ করে না। ক্ষমতা তাকে তা ভুলিয়ে দিয়েছেন। ইনু, এরশাদ সাহেবরা কি কথা বলতেন, এখন কি বলেন। এরশাদ বিশেষ দূত। কি বিশেষ কাজের জন্য এমন বিশেষ দূতের দরকার হয় আমি জানি না।’
খুন, গুম, মামলা দিয়ে বিএনপি নেতাদের নির্যাতন করা হচ্ছে উল্লেল করে নজরুল ইসলাম বলেন, ‘জিয়ার আদর্শ ধারন করি বলেই আমরা টিকে আছি। শেখ মুজিবের একদলীয় স্বৈরশাসন থেকে দেশেকে জিয়াউর রহমান মুক্ত করেছিলেন। এরশাদের স্বৈরশাসক থেকে মুক্তির নেতৃত্ব দিয়েছিলেন আমাদের নেত্রী খালেদা জিয়া। তথাকতিথ ১/১১ এর জরুরি অবস্থা প্রত্যাহার করতেও বাধ্য করেছিলেন তিনি।’
তিনি বলেন, ‘বর্তমান সরকার গণতন্ত্র হরণ করেছে। আর প্রতিটি অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছেন খালেদা জিয়া। এবারও গণতন্ত্র মুক্তি লাভ করবে খালেদা জিয়ার হাত ধরেই। তবে কাজটা কঠিন হলেও সম্ভব। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। খালেদা জিয়ার কর্মসূচি সফল করতে রিজভী আহমেদের মত নেতার দরকার আছে।’
রুনেসার আহ্বায়ক অধ্যক্ষ বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির সহ তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক হাবীবুর রহমান হবীব, নির্বাহী কমিটির সদস্য শাহিন শওকত, সাবেক সংসদ সদস্য জেড মোর্তুজা তুলাসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতারা।