জামালপুরে নদী থেকে লাশ উদ্ধার
জেলার মেলান্দহ উপজেলার ঝিনাই ব্রিজের নিচে নদী থেকে সোমবার দুপুরে অজ্ঞাতপরিচয় (৬৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মেলান্দহ উপজেলার ঝিনাই ব্রিজের নিচে নদীতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে দুপুর ২টায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরনে ছিল লুঙ্গি ও সাদা পাঞ্জাবি।
এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।