ভারত থেকে ৩ মাস পাথর আমদানি বন্ধ : বিপাকে শ্রমিক ও ব্যবসায়ীরা
ভারতের বন বিভাগের বাধার কারণে বকশীগঞ্জের কামালপুর স্থলবন্দরে ৩ মাস যাবত পাথর আমদানি বন্ধ রয়েছে। এতে ব্যবসায়ীদের এলসি করা শত কোটি টাকা আটকা পড়ে রয়েছে। তারা ব্যাংক সুদসহ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বন্দর রাজস্ব কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বকশীগঞ্জের কামালপুর স্থলবন্দর দিয়ে প্রতিদিন পাথরসহ বিভিন্ন পণ্য আমদানি রফতানি হয়ে থাকে। দেশের প্রায় ২৫ ভাগ পাথরের চাহিদা পূরণ হয় এ বন্দর দিয়ে আমদানিকৃত পাথর দিয়ে। দৈনিক ২শ থেকে ৩ শতাধিক গাড়ি এই বন্দরের মালামাল দেশের বিভিন্ন স্থানে নিয়ে থাকে। এতে প্রতিদিন সরকারের লাখ লাখ টাকা রাজস্ব আয় হয়। মালামাল লোড আনলোড ও ক্রাশ করতে ৫ সহস্রাধিক নারী পুরুষ শ্রমিক কাজ করে। ভারতের ব্যবসায়ীরা পাহাড়ে পাথর উত্তোলন বাবদ বন বিভাগের রাজস্ব টাকা জমা দেয়নি। বার বার রাজস্ব টাকা জমা দেয়ার তাগাদা দেয়া সত্ত্বেও কোনো টাকা জমা হয়নি। পরে বন বিভাগ বাধ্য হয়ে পাথর উত্তোলন বন্ধ করে দিয়েছে বলে স্থলবন্দর ও আমদানি রফতানিকারক ব্যবসায়ী সমিতির সূত্র জানিয়েছে। এ কারণে ভারতীয় ব্যবসায়ীরা পাথর রফতানি করতে পারছে না। তবে অপর একটি সূত্র জানায়, মেঘালয় রাজ্যের গারো পাহাড় থেকে পাথর উত্তোলনের কারণে পাহাড়ের মাটি ধসে সমতল ভূমিতে চাষাবাদে বিঘ্ন ঘটছে। তাই সমতলবাসী পাথর উত্তোলন বন্ধ করতে ও ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলা দায়ের করে। ফলে ৩ অক্টোবর থেকে কামালপুর স্থলবন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ রয়েছে। এতে বন্দরের বিভিন্ন শ্রেণীর শ্রমিকরা বেকার হয়ে পড়েছে। বন্দরের পাথর ভাঙ্গা শ্রমিক ময়না বেগম, মুক্তা, নাজমা, ইসহাক আলী, নায়েব, হাকিমের সঙ্গে কথা বলে জানা গেছে, গত তিন মাস যাবৎ ভারত থেকে কোনো পাথর না আসায় বন্দরের হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে। অভাব অনটনের মধ্য দিয়ে তাদের দিন কাটছে। এ অবস্থায় সরকারের রাজস্ব আয়ও কমে গেছে। স্থবির হয়ে পড়েছে কামালপুর স্থলবন্দর। স্থলবন্দর আমদানি রফতানিকারক ব্যবসায়ী সমিতির সভাপতি কৃষিবিদ আবদুল্লাহ আল মোকাদেছ রিপন জানান ভারতের বন বিভাগ পাথর উত্তোলনে ছাড়পত্র না দেয়ায় কামালপুর স্থলবন্দরে পাথর আমদানি বন্ধ রয়েছে। দেড় শতাধিক ব্যবসায়ীদের পাথর আমদানি এলসি করা শত কোটি টাকা আটকা পড়ে রয়েছে। বসে বসে ব্যাংক ঋণের সুদ পরিশোধ করছেন তারা।