৩ ও ৫ জানুয়ারি সমাবেশের অনুমতি চেয়েছে বিএনপি
আগামী ৩ ও ৫ জানুয়ারি রাজধানীর তিনটি স্থানে সমাবেশের জন্য অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের (পিডব্লিউডি) কাছে আবেদন করেছে বিএনপি।
দলের সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি মঙ্গলবার রাতে দ্য রিপোর্টকে জানান, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান, মতিঝিলের শাপলা চত্বর ও নয়াপল্টনে বিএনপি অফিসের সামনের জনসভার অনুমতি চেয়ে আবেদন করেছে বিএনপি।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ৫ জানুয়ারি ‘গণতন্ত্রের কালো দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছে।