মাদকাসক্ত তারেককে জাতির ত্যাজ্য করা উচিত: মুজিবুল হক
মাদকাসক্ত তারেককে জাতির ত্যাজ্য করা উচিত বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক।
মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় যাদুঘরের সুফিয়া কামাল সেমিনার হলে মুক্তিযোদ্ধা সংসদ যাদুঘর ইউনিট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেছেন, একমাত্র মাদকাসক্ত ব্যক্তিরাই বঙ্গবন্ধুকে নিয়ে বাজে মন্তব্য করতে পারেন। তাই জাতির উচিৎ তাকে ত্যাজ্য করা।
মুজিবুল হক বলেন,যারা মাদকাসক্ত পিতা-মাতা তাদের ত্যাজ্য করে। বাঙালী জাতির পিতা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। তাই জাতির পিতাকে নিয়ে যে ব্যক্তি বাজে মন্তব্য করবে তাকে ত্যাজ্যই করতে হবে।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তাই স্বাধীনতাবিরোধীদের দেশের উন্নয়ন ভালো লাগে না। তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এদের প্রতিহত করতে হবে।
জাতীয় যাদুঘর মুক্তিযোদ্ধা প্রাতিষ্ঠানিক ইউনিটের সভাপতি নূর হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাওছারসহ মুক্তিযোদ্ধা নেতারা।