শ্রীবরদীর রাণিশিমুল ইউনিয়ন আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত

Rana News 22শ্রীবরদী প্রতিনিধি : গতকাল ২৩ শে ডিসেম্বর মঙ্গলবার শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী ২ নং রাণিশিমুল পাইলট ইউনিয়ন আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ দুইযুগ পর স্থানীয় সরকার দলীয় সংসদ সদস্য একেএম ফজলুল হক চাঁন সমর্থিত আ’লীগের একাংশের নেতাকর্মীদের সম্মেলন বর্জনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দুপুরে ভায়াডাঙ্গা মদিনাতুল উলুম কওমী মাদ্রাসা মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা’র সভাপতিত্বে অনুষ্ঠিত ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিকী সম্মেলনে জেলা আ’লীগের পক্ষ থেকে দলের সাংগঠনিক কর্মকান্ডকে বেগবান করার ল্েয বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও শ্রীবরদী উপজেলার দায়িত্বপ্রাপ্ত নেতা এডভোকেট সুব্রত কুমার দে ভানু, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন মিনাল। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার মুহম্মদ খুররম, যুগ্ম আহ্বায়ক এম.এ. মতিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইফতেখার হোসেন কাফী জুবেরী, জেলা আওয়ামী আইনজীবি পরিষদ সভাপতি এডভোকেট নুরুল ইসলাম, উপজেলা আ’লীগের সদস্য আলহাজ্ব মোহসিনুল বারী রুমি, শেরপুর জেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক নাসরিন বেগম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোঃ ফেরদৌস আলৗ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মেরাজ চৌধুরী, যুবলীগ নেতা আহসান হাবিব শাকিল প্রমুখ । এসময় অন্যান্যের মধ্যে জেলা পরিষদ প্রশাসক এডভোকেট আব্দুল হালিম, শেরপুর জেলা আওয়ামী আইনজীবি পরিষদের সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহিদ উল্লাহ শাহী, উপজেলা আ’লীগের সাবেক দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক বাবু শ্রী নরেন্দ্র চন্দ্র রায়, রাণীশিমুল ইউপি চেয়ারম্যান আবু সামা কবির, শ্রীবরদী পৌর আ’লীগের অন্যতম নেতা আক্রাম হোসেন চৌধুরী, উপজেলা শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন,  রাণিশিমুল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব আব্দুল হামিদ সাজ মাষ্টার, শ্রমিক লীগ নেতা মিজানুর রহমান মিন্টু,  সহ আ’লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে সভাপতি পদে তিনজন প্রার্থী থাকায় ও সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থী থাকায় কোন প্রকার সমঝোতায় আসতে না পারার কারণে উপজেলা আ’লীগের আহ্বায়ক কমিটির সভায় যাকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ঘোষণা করা হবে সেই সিদ্ধান্তই সকল প্রার্থী মেনে নেওয়ায় কাউন্সিল অধিবেশন সমাপ্ত হয়। সভাপতি পদে প্রার্থীরা হলেন-ইউপি চেয়ারম্যান আবু সামা কবির, ভায়াডাঙ্গা সিনিয়র মাদ্রাসার সভাপতি আব্দুল হামিদ সোহাগ, সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ মেজবাহ উদ্দিন বখতিয়ার, সাধারণ সম্পাদক পদে আনোয়ার পারভেজ, সালাহ উদ্দিন রিপন, দুলাল মিয়া ও আব্দুস সাত্তার প্রতিদ্বন্দিতা করছেন। অনুষ্ঠান পরিচালনা করেন-উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবলীগ সভাপতি মোতাহারুল ইসলাম লিটন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend