খালেদাকে জনগণ চাইলে এক বছর আগেই সরকারের পতন ঘটতো: কাদের সিদ্দিকী

Kader-Siddiki-bg20131018104036জনগণ শেখ হাসিনাকে যেমন চায় না তেমনি খালেদা জিয়ার উপরও ভরসা পাচ্ছে না। খালেদা জিয়াকে জনগণ চাইলে এক বছর আগেই সরকারের পতন ঘটতো বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

বুধবার সন্ধ্যায় মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির আলোচনাসভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, বিএনপি বিরোধীদল হিসেবে সকল বিরোধীদলকে এক করতে যেমন ব্যর্থ হয়েছে, আওয়ামী লীগও তেমনি সরকারি দল হিসেবে ব্যর্থ। রাষ্ট্রের একটি কুকুর মারা গেলেও তার দায় দায়িত্ব সরকারকে নিতে হবে। কিন্তু সরকার তা করছে না।

সরকার ও বিএনপির কঠোর সমালোচনা করে কাদের সিদ্দিকী বলেন, পৃথিবীতে কেউ চিরস্থায়ীভাবে আসেনি। মানুষ কেনো বুঝতে চায় না আওয়ামী লীগ এখন ক্ষমতায় কিন্তু তাদের চুরির ভাগ বিএনপি পায়। আবার বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন তাদের চুরির ভাগ আওয়ামী লীগ পায়। এটা তাদের মধ্যে অঘোষিত সমঝোতা।

তিনি বলেন, আমার ভাই লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের নেতা, মন্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য ছিলেন। আগে তিনি যেকথা বলতেন সেটা আওয়ামী লীগের কথা হলে, নিউইয়র্কে যেকথা বলেছেন সেটা আওয়ামী লীগের কথা হবে না কেনো? তাই এর দায়-দায়িত্ব আওয়ামী লীগকেও নিতে হবে।

এসময় কাদের সিদ্দিকী আগামী ৭ ফেব্রুয়ারি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে কৃষক শ্রমিক জনতা লীগের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বৃহৎভাবে পালনের ঘোষণা দেন।

কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর সভাপতি অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন, কৃষক শ্রমিক জনতা লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, যুব আন্দোলনের আহ্বায়ক হাবিব উন নবী সোহেল, ছাত্র আন্দোলনের আহ্বায়ক রিফাতুল ইসলাম দ্বীপ প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend