কনের বয়স ১২, বরের ১৯
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর (১২) সঙ্গে শুক্রবার বিয়ে হতে যাচ্ছে ১৯ বছরের এক ছেলের। কনের গায়ে হলুদ বৃহস্পতিবার। সে উপজেলার পানিশ্বর (উত্তর) ইউনিয়নের বেড়তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।
মহা ধুমধামে চলছে বিয়ের আয়োজন। ছেলে-মেয়ের বয়স কম জেনেও পিছিয়ে নেই বরপক্ষও। ঢাকা-সিলেট মহাসড়কের পাশে তৈরী করা হয়েছে দুটি গেট।
স্থানীয়রা জানান, বেড়তলা গ্রামের ওই শিশু কন্যার বিয়ে ঠিক হয়েছে একই গ্রামের নাজমুল মিয়ার ছেলে শাওনের (১৯)।
উভয় পরিবারের কর্তাব্যক্তিদের সম্মতিতেই হচ্ছে এ বাল্যবিয়ে। আশুগঞ্জ ফেরিঘাট এলাকায় শাওন ট্রেডার্স নামক রড সিমেন্ট বিক্রয় প্রতিষ্ঠানের মালিক শাওন মিয়া পাত্রীর বয়স কমের কথা স্বীকার করে বলেন, ‘পরিবারের লোকজন ঠিক করেছে। তাই বিয়ে করছি।’
কনের বাবা বলেন, ‘তার মেয়ে পঞ্চম শ্রেণীতে পড়ে। বিয়ের পর মেয়েটিকে আশুগঞ্জে নিয়ে ভর্তি করব।’
স্কুলের প্রধান শিক্ষক মো. ফারুক আহমেদ বলেন, ‘ওই ছাত্রী এবার সমাপনী পরীক্ষা অংশ গ্রহণ করবে। এটা শতভাগ বাল্যবিয়ে। এ বিয়ে হতে পারে না।’
ওই ইউনিয়ন চেয়ারম্যান মো. নূরুল হক ওই ছাত্রীকে জন্ম নিবন্ধন সনদ দেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বরের সুপারিশে সনদ দিয়েছি।’
জানতে চাইলে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. ফাতেমা আক্তার বলেন, ‘বিষয়টি খোঁজখবর নিয়ে দেখছি।’
এ বিষয়ে উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আরিফ মোহাম্মদ বলেন, ‘পঞ্চম শ্রেণীর ছাত্রীর তো বিয়ে হতে পারে না। তারপরও সার্টিফিকেট দেখতে হবে।’